নিজস্ব প্রতিবেদক | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | 734 বার পঠিত
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। ডিবি কার্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কারীকে আপ্যায়ন করে ছবি পোস্টের ঘটনায় হাইকোর্টের উষ্মা প্রকাশের দুই দিনের মাথায় তাকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্সের) পদে বদলি করা হয়। ছয় সমন্বয়কের তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক রোববার এক ভিডিও বার্তায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওইদিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন অর রশীদ। এসব বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন পর্যায়ে ব্যাপক সমালোচনা হয়। ক্ষমতাসীন দলের হাইকমান্ডও ছিল বিরক্ত। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে ডিএমপির আরও ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) পদে নিযুক্ত করা হয়েছে। তাছাড়া অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার ((লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হিসাবে বদলি করা হয়। এদিন ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারকে যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ), যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা উত্তর) ও যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা উত্তর) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) হিসাবে বদলি করা হয়েছে।
২০২২ সালের ১৩ জুলাই হারুন অর রশীদকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হিসাবে দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি যুগ্ম কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও গোয়েন্দা উত্তর) হিসাবে দায়িত্বরত ছিলেন। ওই বছরের (২০২২ সাল) ১১ মে হারুনকে অ্যাডিশনাল ডিআইজি থেকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এর আগে ২০২১ সালের ২ মে তেজগাঁও বিভাগের ডিসি হিসাবে দায়িত্বরত মোহাম্মদ হারুনকে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।
অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হিসাবে দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসেন হারুন অর রশীদ। যে কোনো কারণে যে কাউকে ডিবি অফিসে ডেকে নিয়ে যাওয়া এবং তাকে খাবার খাইয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।
গত সোমবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন ১৪ দলের নেতারা। ওই বৈঠকেও হারুন অর রশীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
Posted ১২:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩১ জুলাই ২০২৪
banglapostbd.news | Rubel Mia
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত
৭৮/৩ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকা-১০০০।